Description:ভারতীয় পুরাণ-মহাকাব্যের চর্চাকে এক অন্য মাত্রায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিল পঞ্চম বৈদিক। প্রাচীন ভারতীয় জ্ঞান-বিজ্ঞান-দর্শন-আইনব্যবস্থার আঁতুড়ঘর বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, স্মৃতিশাস্ত্র প্রভৃতি নিয়ে যুক্তিপূর্ণ আলোচনা চলে; প্রত্যেকের জ্ঞানে সমৃদ্ধ হই আমরা প্রত্যেকে। শারদীয়ায় আর পাঁচটা পূজাবার্ষিকী চেয়ে আলাদা কিছু করার উদ্দেশ্য নিয়েই গতবছর প্রথমবার প্রকাশিত হয়েছিল 'পঞ্চম বৈদিক শারদ পৌরাণিকা'। প্রথম প্রকাশেই শোরগোল ফেলেছিল সে, সকলের অকুণ্ঠ ভালোবাসায় বছর ঘুরে গেলেও তার বিজয়যাত্রা রয়েছে অব্যাহত। সেই ধারা অনুসরণ করেই এবারেও প্রকাশিত হল 'পঞ্চম বৈদিক শারদ পৌরাণিকা ১৪২৮'। গতবারের বিপুল সাফল্যের পর এবার হার্ডকপির দাবি ছিল অত্যধিক। কিন্তু অতিমারী পরিস্থিতি এখনও না কাটায় এবারও ই-বুকের মধ্যেই সীমাবদ্ধ রাখতে বাধ্য হলাম আমরা আমাদের প্রচেষ্টাকে। এখন প্রশ্ন হল, আরও দশটা পূজাবার্ষিকী ছেড়ে কেন কিনবেন পঞ্চম বৈদিক শারদ পৌরাণিকা ১৪২৮: ১) মাত্র ৪১ টাকায় প্রখ্যাত লেখকদের রচনা সম্বলিত বাংলার একমাত্র পৌরাণিক শারদীয়া সংখ্যা। ২) পাতায় পাতায় রঙিন ছবি, যা বহু সাবেকি শারদীয়া পত্রিকাতেও থাকে না। হয়তো এই ছবিগুলি ফিরিয়ে আনবে আপনাদের শৈশব-কৈশোরের চাঁদমামা পড়ার স্মৃতি। প্রতিটি প্রবন্ধ-কল্পকথা-উন্মুক্তপত্র-কিশলয়ের ওপর রয়েছে রঙচঙে হেডপিস। ৩) তথ্য-যুক্তির আলোকে আলোকিত পঞ্চম বৈদিক পৌরাণিকা, কল্পনা-শব্দচয়নের গুণে গুণময় পঞ্চম বৈদিক কল্পকথা, পুরাণের মতো গুরুগম্ভীর বিষয়কে হাস্যরসের ছলে উপস্থাপন করা পঞ্চম বৈদিক রম্য, কবিতাপ্রেমীদের জন্য পঞ্চম বৈদিক ছন্দ এবং এবারের সম্পূর্ণ নতুন সংযোজন বিভিন্ন পৌরাণিক-মহাকাব্যিক চরিত্রের উদ্দেশ্যে লেখা পঞ্চম বৈদিক উন্মুক্তপত্র। ৪) কচিকাঁচাদের জন্য বিশেষভাবে 'পঞ্চম বৈদিক কিশলয়' বিভাগ। ৫) যুক্তি ও কল্পনার মেলবন্ধনের মাধ্যমে আমাদের সুপ্রাচীন ঐতিহ্যকে তুলে ধরা এবং বর্তমানের আলোয় অতীতকে দেখা এর চেয়ে ভালো এবং ব্যাপক প্রচেষ্টা সম্ভবত আপনি আর পাবেন না। আশা করি, গতবারের মতো এবারও আমরা আপনাদের অকুণ্ঠ সমর্থন পাব। জয়তু পঞ্চম বৈদিক।We have made it easy for you to find a PDF Ebooks without any digging. And by having access to our ebooks online or by storing it on your computer, you have convenient answers with পঞ্চম বৈদিক শারদ পৌরাণিকা ১৪২৮/Pancham Boidik Sarad Pouranika 1428. To get started finding পঞ্চম বৈদিক শারদ পৌরাণিকা ১৪২৮/Pancham Boidik Sarad Pouranika 1428, you are right to find our website which has a comprehensive collection of manuals listed. Our library is the biggest of these that have literally hundreds of thousands of different products represented.
Description: ভারতীয় পুরাণ-মহাকাব্যের চর্চাকে এক অন্য মাত্রায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিল পঞ্চম বৈদিক। প্রাচীন ভারতীয় জ্ঞান-বিজ্ঞান-দর্শন-আইনব্যবস্থার আঁতুড়ঘর বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, স্মৃতিশাস্ত্র প্রভৃতি নিয়ে যুক্তিপূর্ণ আলোচনা চলে; প্রত্যেকের জ্ঞানে সমৃদ্ধ হই আমরা প্রত্যেকে। শারদীয়ায় আর পাঁচটা পূজাবার্ষিকী চেয়ে আলাদা কিছু করার উদ্দেশ্য নিয়েই গতবছর প্রথমবার প্রকাশিত হয়েছিল 'পঞ্চম বৈদিক শারদ পৌরাণিকা'। প্রথম প্রকাশেই শোরগোল ফেলেছিল সে, সকলের অকুণ্ঠ ভালোবাসায় বছর ঘুরে গেলেও তার বিজয়যাত্রা রয়েছে অব্যাহত। সেই ধারা অনুসরণ করেই এবারেও প্রকাশিত হল 'পঞ্চম বৈদিক শারদ পৌরাণিকা ১৪২৮'। গতবারের বিপুল সাফল্যের পর এবার হার্ডকপির দাবি ছিল অত্যধিক। কিন্তু অতিমারী পরিস্থিতি এখনও না কাটায় এবারও ই-বুকের মধ্যেই সীমাবদ্ধ রাখতে বাধ্য হলাম আমরা আমাদের প্রচেষ্টাকে। এখন প্রশ্ন হল, আরও দশটা পূজাবার্ষিকী ছেড়ে কেন কিনবেন পঞ্চম বৈদিক শারদ পৌরাণিকা ১৪২৮: ১) মাত্র ৪১ টাকায় প্রখ্যাত লেখকদের রচনা সম্বলিত বাংলার একমাত্র পৌরাণিক শারদীয়া সংখ্যা। ২) পাতায় পাতায় রঙিন ছবি, যা বহু সাবেকি শারদীয়া পত্রিকাতেও থাকে না। হয়তো এই ছবিগুলি ফিরিয়ে আনবে আপনাদের শৈশব-কৈশোরের চাঁদমামা পড়ার স্মৃতি। প্রতিটি প্রবন্ধ-কল্পকথা-উন্মুক্তপত্র-কিশলয়ের ওপর রয়েছে রঙচঙে হেডপিস। ৩) তথ্য-যুক্তির আলোকে আলোকিত পঞ্চম বৈদিক পৌরাণিকা, কল্পনা-শব্দচয়নের গুণে গুণময় পঞ্চম বৈদিক কল্পকথা, পুরাণের মতো গুরুগম্ভীর বিষয়কে হাস্যরসের ছলে উপস্থাপন করা পঞ্চম বৈদিক রম্য, কবিতাপ্রেমীদের জন্য পঞ্চম বৈদিক ছন্দ এবং এবারের সম্পূর্ণ নতুন সংযোজন বিভিন্ন পৌরাণিক-মহাকাব্যিক চরিত্রের উদ্দেশ্যে লেখা পঞ্চম বৈদিক উন্মুক্তপত্র। ৪) কচিকাঁচাদের জন্য বিশেষভাবে 'পঞ্চম বৈদিক কিশলয়' বিভাগ। ৫) যুক্তি ও কল্পনার মেলবন্ধনের মাধ্যমে আমাদের সুপ্রাচীন ঐতিহ্যকে তুলে ধরা এবং বর্তমানের আলোয় অতীতকে দেখা এর চেয়ে ভালো এবং ব্যাপক প্রচেষ্টা সম্ভবত আপনি আর পাবেন না। আশা করি, গতবারের মতো এবারও আমরা আপনাদের অকুণ্ঠ সমর্থন পাব। জয়তু পঞ্চম বৈদিক।We have made it easy for you to find a PDF Ebooks without any digging. And by having access to our ebooks online or by storing it on your computer, you have convenient answers with পঞ্চম বৈদিক শারদ পৌরাণিকা ১৪২৮/Pancham Boidik Sarad Pouranika 1428. To get started finding পঞ্চম বৈদিক শারদ পৌরাণিকা ১৪২৮/Pancham Boidik Sarad Pouranika 1428, you are right to find our website which has a comprehensive collection of manuals listed. Our library is the biggest of these that have literally hundreds of thousands of different products represented.